কৃষক ও কৃষি উপকরণ বিক্রেতাদের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনার লক্ষ্যে বিশ্বব্যাপী খ্যাতিমান কৃষিভিত্তিক কোম্পানি সিনজেনটা বাংলাদেশ লিমিটেড সম্প্রতি প্রাইম ব্যাংকের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করেছে।
ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সই হয়। চুক্তির আওতায় কৃষক ও কৃষি উপকরণ বিক্রেতাদের আর্থিক অন্তর্ভূক্তি বিশেষ করে ঋণ প্রদানের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধিতে প্রাইম ব্যাংক এবং সিনজেনটা বাংলাদেশ এক সঙ্গে কাজ করবে।
অনুষ্ঠানে সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের সেল্স ডিরেক্টর ইমতিয়াজ আহমেদ চৌধুরী এবং প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। (বাসস)