করোনার ভয়াল থাবায় পারিশ্রমিক জটিলতায় পড়েছেন পৃথিবীর অন্যতম ধনী ক্রীড়া সংগঠন ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই’র ক্রিকেটাররা। তিন মাস হয়ে গেলেও পাচ্ছেন না ঘরোয়া লিগের জন্য তাদের পাওনা পারিশ্রমিক। সেটিও আবার উপমহাদেশের দুই বনেদি আসর রঞ্জি ও সৈয়দ মুশতাক আলী ট্রফি’তে খেলা ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে। এনিয়ে ইমেজ সংকটের মুখে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী
দায়িত্ব নিয়েই তিনি প্রথম শ্রেণীর ঘরোয়া আসরকে সব্বোর্চ গুরুত্ব দেওয়ার কথা বললেও, বাস্তবে তা থেকে সরে এসেছেন সাবেক ভারতীয় এই অধিনায়ক।
টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, মার্চে অনুষ্ঠিত হওয়া রঞ্জি ট্রফি ও মুশতাক আলী ট্রফি শেষ হলেও এখনও পারিশ্রমিক পাননি ক্রিকেটাররা। সব মিলিয়ে একজন ক্রিকেটার ঘরোয়া মৌসুমে সব্বোর্চ ১৩ লাখ টাকা পারিশ্রমিক পেয়ে থাকেন। যদিও বিসিসিআই দাবি করছে দলগুলোকে এরই মধ্যে তাদের প্রাইজ মানি বুঝিয়ে দেওয়া হয়েছে।
এদিকে করোনার কারণে ক্রিকেটারদের সমস্যাটা হয়েছে প্রকট। অনেক ক্রিকেটারই পাওনা অর্থ না পেয়ে ভুগেছেন আর্থিক সংকটে। তারপর আইপিএলের এবারের আসর নিয়ে তো শংকা আছেই।
সবকিছু মিলে ইমেজ শংকটে পড়তে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড আর তার সভাপতি সৌরভ গাঙ্গুলী।