“আর্থিক সম্ভাব্যতা বৃদ্ধিতে ফ্রিল্যান্সিং” বিষয়ে আইসিএমএবিতে ট্রেনিং অনুষ্ঠিত

“আর্থিক সম্ভাব্যতা বৃদ্ধিতে ফ্রিল্যান্সিং” (Enhancement of Finance Potentiality in Freelancing works) বিষয়ে ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) গত ২৪ জানুয়ারী ২০১৯ তারিখে আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটরিয়াম, ঢাকায় এক ট্রেনিং এর আয়োজন করে।

বাংলাদেশ সরকারের আইসিটি ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব জনাব মোঃ নজরুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইসিএমএবি’র প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ সেলিম এফসিএমএ এর সভাপতিত্বে ট্রেনিং প্রোগ্রামে টেকনিক্যাল পেপার উপস্থাপন করেন Coders Trust Bangladesh এর টেকনিক্যাল সদস্যবৃন্দ ।

সেমিনার এন্ড কনফারেন্স কমিটির ভাইস চেয়ারম্যান জনাব মো: কাউসার আলম এফসিএমএ স্বাগত বক্তব্য দেন এবং ইনস্টিটিউটের সচিব মো: আবদুর রহমান খান এফসিএমএ ধন্যবাদ জ্ঞাপন প্রদান করেন।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক পেশাদার সিএমএ ও ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন।