আর্মেনিয়ার বিরোধী দলীয় প্রার্থী রবার্ট কোচারিয়ানের পক্ষে শুক্রবার রাজধানী ইয়ারাভানে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ সপ্তাহান্তে অনুষ্ঠেয় দেশটির আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রাক্কালে এ র্যালি বের করা হয়। এতে প্রায় ২০ হাজার কোচারিয়ান সমর্থক অংশগ্রহণ করেন। ঘটনাস্থল থেকে এএফপি’র সাংবাদিকরা এমন খবর দিয়েছেন।
খবরে বলা হয়, কোচারিয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সমর্থনে সর্বোচ্চ ২০ হাজার মানুষের অংশগ্রহণে র্যালি করার এক দিন পর বিরোধী দলের পক্ষে এ র্যালি বের করা হয়।