চেলসিকে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতলো আর্সেনাল। গত রাতে লন্ডনের দর্শকশূন্য ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্সেনাল ২-১ গোলে দশ জনের চেলসিকে হারিয়ে চতুর্দশতম বার এফএ কাপের শিরোপা ঘরে তুলেছে।
সেমি ফাইনালের পর ফাইনালেও জোড়া গোল করেছেন পিয়েরে এমেরিক অবামেয়াং। চেলসির পক্ষে একমাত্র গোলটি করেন ক্রিস্টিয়ানো পুলিসিচ।
২০১৭ সালে চেলসিকে হারিয়েই সর্বোচ্চ ১৩তম বারের মতো এফএ কাপ জয়ের রেকর্ড গড়েছিলো আর্সেনাল। ফলে পেছনে পড়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। ১৮৭১ সাল থেকে হয়ে আসা এই প্রতিযোগিতার দ্বিতীয় সফল দল হিসেবে ১২বার শিরোপা জিতেছে ম্যান ইউ। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান