বস্ত্র খাতের কোম্পানি আর.এন স্পিনিং মিলসের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির এজিএম আগামী ৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এর আগে কোম্পানিটি ৩০ মার্চ এজিএম করার ঘোষণা দিয়েছিল। অনিবার্য কারণে কোম্পানিটি এজিএমের তারিখ পরিবর্তন করেছে।
উল্লেখ্য, আর.এন স্পিনিং ৩০ জুন ২০১৬ সাল পর্যন্ত ১৮ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।