বস্ত্র খাতের কোম্পানি আর.এন স্পিনিং মিলস লিমিটেডের আগামী ৩১ মার্চের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার নির্দেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার কোম্পানিটির রাইট শেয়ার সংক্রান্ত মামলার জন্য গঠিত হাইকো্র্টের এক সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেন। এর ফলে কোম্পানিটির পরিচালনা পর্ষদ আগামী ৩১ মার্চের মধ্যে বোর্ড সভা করবে। আর বোর্ড সভায় কোম্পানির এজিএমের তারিখ নির্ধারণ করবে।
কোম্পানিটি বিগত ৪ বছর কোনো লভ্যাংশ দেয়নি। তাই নিয়ম অনুযায়ী কোম্পানিটিকে ৪ বছরের এজিএম একসাথে করতে হবে।
এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেওয়া শাস্তিমূলক ব্যবস্থার বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা মামলা প্রত্যাহার করে নেয় আরএন স্পিনিং মিলস লিমিটেড। রাইট শেয়ার নিয়ে জালিয়াতির অভিযোগে কোম্পানিটির চেয়ারম্যানসহ পরিচালকদের জরিমানা করেছিল বিএসইসি। মামলা প্রত্যাহারের প্রেক্ষিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানে বিদ্যমান নিষেধাজ্ঞাও প্রত্যাহার করে নেয় আদালত।
উল্লেখ, ২০১১ সালে আরএন স্পিনিং ১:১ হিসেবে রাইট শেয়ার সিদ্ধান্ত নেয়। ১০ টাকা প্রিমিয়ামসহ রাইট শেয়ারের দর প্রস্তাব করা হয় ২০ টাকা। ২০১২ সালের জানুয়ারি মাসে বিএসইসি কোম্পানির রাইট প্রস্তাব অনুমোদন করে। নির্ধারিত সময়ে সাধারণ শেয়ারহোল্ডাররা রাইট শেয়ারের টাকা জমা দিয়ে তাদের প্রাপ্য শেয়ার কিনে নিলেও এ বিষয়ে জালিয়াতির আশ্রয় নেয় কোম্পানির উদ্যোক্তারা পরিচালকরা। তারা কোনো টাকা জমা না দিয়েই ব্যাংকের জাল কাগজপত্র জমা দিয়ে বিএসইসিকে জানায়, তারা ওই শেয়ার কিনেছে।
এই জালিয়াতি ধরা পড়ে গেলে বিএসইসি ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর আরএন স্পিনিংয়ের উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রি, হস্তান্তর, বন্ধক ও উপহার দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। আর একে কেন্দ্র করেই শুরু হয় মামলা-পাল্টা মামলা।
মামলার কারণে ২০১২ সাল থেকে আরএন স্পিনিং শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করছে না। একই কারণে অনুষ্ঠিত হচ্ছে না কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এতে কোম্পানিটিতে ন্যুনতম জবাবদিহীতা না থাকায় উদ্যোক্তারা তাদের খেয়ালখুশি মতো নয়ছয় করতে থাকে বলে সাধারণ শেয়ারহোল্ডারদের আভিযোগ।
সুত্র: অর্থসূচক