আইসিসি বিশ্বকাপের প্রথম দুই আসরের শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৫ সালের প্রথম ক্রিকেট বিশ্বকাপ এবং ১৯৭৯ সালে দ্বিতীয় ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জয়ী ক্যারিবীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন ক্লাইভ লয়েড। এরপর গত ৩৮ বছরে আরও ৯ বার বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। তবে তৃতীয় শিরোপা জিততে পারেনি ক্যারিবীয়রা।
২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ড্যারেন স্যামির নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। শিরোপা জয়ের পর ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে তিরষ্কার করে বক্তব্য দিয়েছিলেন স্যামি। তার ফল হিসেবে দল থেকে বাদ পড়েছিলেন তিনি।
এবার ক্লাইভ লয়েডের নেতৃত্বে দুইবার বিশ্বকাপ এবং ড্যারেন স্যামির নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ী ওয়েস্ট ইন্ডিজকেই বাদ দিয়েছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। একইসঙ্গে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকেও (সিডব্লিউআই) বাদ দিয়েছে বোর্ডটি। এই সংবাদে আতঙ্কের কিছু নেই। কারণ নতুন নাম ব্যবহার করবে বোর্ডটি। এখন থেকে ক্যারিবীয়দের ক্রিকেট বোর্ডের নাম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউসিবি)।
মূলত দলের নতুন নামকরণের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজকে বাদ দিয়েছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ৯১ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে নাম পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে। এখন থেকে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড ডব্লিউসিবির অধীনে থাকা দলটির দাপ্তরিক নাম হবে ‘উইন্ডিজ’।
নাম পরিবর্তন প্রসঙ্গে ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ডেভ ক্যামেরন বলেন, উইন্ডিজ নামটি ক্যারিবীয় দ্বীপগুলোতে বেশি প্রচলিত। ক্রিকেটপ্রেমীদের কাছে ওয়েস্ট ইন্ডিজ দল উইন্ডিজ নামেই পরিচিত। এই অঞ্চলের অধিবাসী কিংবা ক্রিকেটপ্রেমীরা উইন্ডিজ নামটিকেই বেশি আপন মনে করেন। তাই এখন থেকে দাপ্তরিকভাবেও এই নামটি ব্যবহার হবে।
বোর্ডটির প্রধান নির্বাহী জনি গ্রোভ বলেন, ক্যারিবীয় ক্রিকেটের উন্নতির জন্যই এই পদক্ষেপ। এর ফলে পৃষ্ঠপোষক ও শেয়ার হোল্ডারদের সঙ্গে কাজ করতে সুবিধা হবে।
একটা সময় গ্যারি সোবার্স, ক্লাইভ লয়েড, জোয়েল গার্নার, অ্যান্ডি রবার্টস, মাইকেল হোল্ডিং, ভিভ রিচার্ডস, ম্যালকম মার্শাল, ব্রায়ান লারা, কোর্টনি ওয়ালশ, কার্টলি অ্যামব্রোসদের মতো বিশ্বসেরা তারকা ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে। কিন্তু দলটি এখন বেশ অনুজ্জ্ব ও দ্যুতিহীন।
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ক্যারিবীয় ক্রিকেট দলের। এক সময়ের বিশ্বসেরা ক্রিকেট দলটি এখন নখদন্তহীন সিংহ। দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা এখন র্যাংকিংয়ের তলানিতে। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতেও নেই দলটি। প্রথমবারের মতো আইসিসির কোনো বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ দল। নিজেদের ভাগ্য ফেরাতে বা ব্যবসায়িক উদ্দেশ্যে নতুন নামকরণের সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।
আইসিসির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, টেস্ট ক্রিকেটে অষ্টম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া ওডিআই র্যাংকিংয়ে নবম এবং টি-টোয়েন্টি ফরম্যাটে সপ্তম স্থানে আছে দলটি।
আজকের বাজার:এলকে/এলকে/ ৩ জুন ২০১৭