আলআরাফা ইসলামী ব্যাংকের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জুলাই’১৭-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন অনুমোদনের প্রক্ষিতে তা প্রকাশ করা হয়।

আলোচিত প্রান্তিকে ব্যাংকটি সমন্বিত ইপিএস করেছে ৩১ পয়সা। আগের বছরের একই সময়ে তা ৬০ পয়সা ছিল।

অন্যদিকে তিন প্রান্তিক (জানুয়ারি’১৮-সেপ্টেম্বর’১৮) মিলিয়ে ইপিএস হয়েছে ৭৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৭১ পয়সা।