আলজেরিয়ার ক্ষমতাধর সেনাপ্রধান জেনারেল আহমেদ গাইদ সালাহ মারা গেছেন। আলজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, সেনাপ্রধান জেনারেল আহমেদ গাইদ সালাহ আর। সোমবার সকালে আলজিয়ার্স সামরিক হাসপাতালে হার্ট অ্যাটাকে মারা যান তিনি।
গত এপ্রিলে সরকারবিরোধী আন্দোলনের মুখে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলাজিজ বুতেফ্লিকাকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকে প্রায় ৮ মাস আলজেরিয়ায় নেতৃত্বে ছিলেন আহমেদ গাইদ সালাহ।
বিক্ষোভকারীদের তীব্র বিরোধিতার মুখেও ১২ ডিসেম্বর আলজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দেশটির সেনাপ্রধান গাইদ সালাহ।
গত সপ্তাহেই এক অনুষ্ঠানের মাধ্যমে আলজেরিয়ার নতুন প্রেসিডেন্টের নাম ঘোষিত হয়। নতুন প্রেসিডেন্টের নাম আবদেল মাজিদ তাব্বৌনে। সেনাপ্রধানের মৃত্যুতে তাব্বৌনে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
আজকের বাজার/এমএইচ