উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়াতে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন। বিবিসি এক প্রতিবেদনে জানায়, আজ বুধবার সকালে রাজধানী আলজিয়ার্স বুফারেক সামরিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ঘটনাস্থলে ১৪টি অ্যাম্বুলেন্স উপস্থিত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
এরইমধ্যে দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
এস/