আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট আবদেল আজিজ বৌতেফলিকা মারা গেছেন

FILE - In this May 4, 2017 file photo, Algerian President Abdelaziz Bouteflika prepares to vote in Algiers. Algeria's powerful army chief promises that a presidential election on Thursday, Dec. 12, 2019 will define the contours of a new era for a nation where the highest office has stood vacant for eight months. The tenacious pro-democracy movement which forced leader Abdelaziz Bouteflika to resign after 20 years in power doesn't trust the confident claim and is boycotting the vote. (AP Photo/Sidali Djarboub, File)

আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট আবদেল আজিজ বৌতেফলিকা ৮৪ বছর বয়সে শুক্রবার মারা গেছেন। তিনি দুই দশক ধরে দেশটি শাসন করেছেন। পঞ্চম মেয়াদে দায়িত্ব গ্রহনের কয়েক সপ্তাহের মধ্যে ব্যাপক বিক্ষোভ ও সামরিক বাহিনীর চাপে ২০১৯ সালে এপ্রিলে ক্ষমতা থেকে সরে যান।

সরকারি টেলিভিশনে শুক্রবার তাঁর মৃত্যুর খবর ঘোষণা করেছে। ক্ষমতা ছেড়ে দেয়ার পরে জনসাধারণের দৃষ্টির বাইরে পশ্চিম আলজিয়ার্সে নিজ বাসভবনে কাটিয়েছেন। এক দশকের গৃহযুদ্ধের পর বৌতেফলিকা ১৯৯৯ সালে প্রাক্তন ফরাসি উপনিবেশ হিসাবে আলজেরিয়াার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহন করেন। এই গৃহযুদ্ধে প্রায় ২ লাখ লোকের মৃত্যু হয়েছে।

শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য আলজেরিয়রা তাকে ‘বুতেফ’ বলে অভিহিত করেছেন। প্রাথমিকভাবে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এতে উদ্ভুদ্ধ হয়ে হাজার হাজার ইসলাম পন্থী তাদের অস্ত্র সমর্পন করে। তথ‌্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান