আলজেরিয়ায় উচ্চ বিদ্যালয়ের সার্টিফিকেট পরীক্ষায় অসদুপায় নিয়ন্ত্রণের জন্য দেশব্যাপী ইন্টারনেট সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
২০ জুন, বুধবার থেকে ২৫ জুন পর্যন্ত পরীক্ষা চলাকালীন পুরো সময়টিতে এই প্রক্রিয়া অব্যাহত রাখা হবে।
জানা গেছে, আলজেরিয়ায় ২০১৬ সালে পরীক্ষা শুরু হওয়ার আগে ও পরীক্ষা চলাকালীন ইন্টারনেটের মাধ্যমে প্রশ্ন ফাঁসের ব্যাপক ঘটনা ঘটেছিল। তার জেরেই কর্তৃপক্ষ এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়।
গত বছর পরীক্ষা চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রবেশ বন্ধ রাখার জন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের প্রতি আহ্বান জানিয়েছিল কর্তৃপক্ষ, কিন্তু তাতে তেমন কাজ হয়নি। তাই এবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলজেরিয়ার শিক্ষামন্ত্রী নুরিয়া বেঙ্গাব্রিত স্থানীয় অ্যানাহার সংবাদপত্রকে জানিয়েছেন, পরীক্ষা চলাকালীন পুরো সময়জুড়ে দেশব্যাপী ফেইসবুক ব্লক করে রাখা হতে পারে।
“এই সিদ্ধান্ত আমাদের জন্য অস্বস্তিকর হলেও সম্ভাব্য এই ফাঁসের ঘটনার মুখে আমরা নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে থাকতে পারি না,” বলেছেন তিনি।
এসব সিদ্ধান্তের পাশাপাশি দেশটির দুই হাজার পরীক্ষার হলে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হতে পারে এমন যে কোনো ইলেকট্রনিক ডিভাইসও নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষার্থী ও স্কুলের কর্মী উভয়ের জন্যই এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। বিষয়টি নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রগুলোর প্রবেশ পথে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে।
শিক্ষামন্ত্রী ব্রেঙ্গাব্রিত আরও জানিয়েছেন, প্রশ্নপত্রের ছাপাখানাগুলোতে সিসি ক্যামেরা ও মোবাইল ফোন জ্যামার স্থাপন করা হয়েছে।
চলতি বছর দেশটির সাত লাখেরও বেশি পরীক্ষার্থী উচ্চ বিদ্যালয়ের সার্টিফিকেট পরীক্ষায় অংশ নিচ্ছে। আগামী ২২ জুলাই পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
আরজেড/