আলজেরিয়ার দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার গাড়ি দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছে। গাড়িটি উল্টে যাওয়ায় তারা প্রাণ হারায়। নিহতদের অধিকাংশ আফ্রিকান নাগরিক। বেসামরিক সুরক্ষা ইউনিট একথা জানায়। খবর এএফপি’র।
উদ্ধার ইউনিট তাদের ফেসবুকে দেয়া বার্তায় জানায়, দেশটির তামানরাসেত শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো ১১ জন আহত হয়েছে।
তারা আরো জানায়, নিহতদের মধ্যে ১৯ জন আফ্রিকান নাগরিক। এদের মধ্যে শিশুও রয়েছে। এ দুর্ঘটনার কবলে পড়া পিক-আপ ট্রাকের চালক আলজেরিয়ান। এতে গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়।
আহতদের ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর হাসপাতালে নেয়া হয়েছে।
আলজেরিয়ার একেবারে দক্ষিণাঞ্চলের তামানরাসেত শহর দেশটির মালি ও নাইজার সীমান্তের কাছে অবস্থিত।