আলজেরিয়ার পূর্বাঞ্চলের একটি হাসপাতালের মা ও শিশু ওয়ার্ডে আগুন লাগার ঘটনায় আট শিশু প্রাণ হারিয়েছে।
আলজিয়ার্স থেকে ৫শ কিলোমিটার দক্ষিণ পূর্বে কোয়েদ সউফের একটি হাসপাতালে মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
জরুরি সংস্থার মুখপাত্র ক্যাপ্টেন নাসিম বারনাউলি বলেন, ‘আমরা ১১ শিশু, ১০৭ নারী ও ২৮ জন স্টাফকে উদ্ধার করতে পেরেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আট শিশু পুড়ে ও দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছে। আমরা এ জন্যে দুঃখিত।’ তথ্য-বাসস
আজকের বাজার/এমএইচ