আলজেরিয়ার উপকূলে একটি নৌকা ডুবির ঘটনায় অন্তত ১৫ জন শরণার্থী নিহত হয়েছে। এছাড়াও ওই নৌকা থেকে আরও ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির কোস্টগার্ড ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। খবর বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের খবরে বলা হয়েছে, আফ্রিকান শরণার্থীদের নিয়ে নৌকাটি ইউরোপে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু রাজধানী আলজিয়ার্স থেকে সাড়ে চার শ কিলোমিটার পশ্চিমে ওরান উপকূলে নৌকাটি ডুবে যায়।
দেশটির সরকারি বার্তা সংস্থা এপিএস বলেছে, মরক্কো থেকে ছেড়ে আসা নৌকাটিতে ৩৪ জন শরণার্থী ছিল। এদের ১৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে শরণার্থীরা আফ্রিকান হলেও তাদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আজকের বাজার/ এমএইচ