মঙ্গলবার স্থানীয় সময় ভোর রাত ৩ টা ৫৪ মিনিটে প্রবল কম্পন অনুভূত হয় আলবেনিয়ার বিভিন্ন শহরে। এই ভয়াবহ ভূমিকম্পের কারনে ভেঙ্গে পড়ে একাধিক ভবন।
আবহাওয়াবিদরা জানান এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৪। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল রাজধানী শহর টিরানা থেকে ২০ কিলোমিটার দূরে দুরেস শহরে।
প্রত্যক্ষদর্শীদের মতে মঙ্গলবার ভোর রাতে হঠাৎ প্রবলভাবে কাঁপতে শুরু করে গোটা এলাকা। শুধু আলবেনিয়া নয় এই ভূমিকম্প অনুভূত হয় টিরানা শহর থেকে ১০০ কিলোমিটার দূরে পূর্ব ইউরোপেও। এই তীব্র ভূমিকম্প টের পাওয়া গিয়েছে আলবেনিয়ার থেকে বহুদূরের ম্যাসিডোনিয়ার স্কোপজে শহরেও।
আলবেনিয়ান সরকারের মতে উপকূলবর্তী শহর দুরেস সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভূমিকম্পে অন্তত পক্ষে ৫০ জন আহত হয়েছেন। কিন্তু, এখন পর্যন্ত মৃত্যুর খবর আসে নি।
আজকের বাজার / ফজলুর রহমান