আলবেনিয়াতে ৩ দশকের মধ্যে সবচাইতে শক্তিশালী ও বিপর্যয়কারী ভূমিকম্প হয়েছে। গতকাল বুধবার এই শক্তিশালী ও বিপর্যয়কারী ভূমিকম্প হয়।
এই ভূমিকম্পে অন্ততঃ ৩০ জনের মৃত্যু হয়েছে। আলবেনিয়ার উপকূলীয় শহর, দারুছে ১৭জন হয়েছে। নিহতদের মধ্যে বহু শিশু রয়েছে। এছাড়াও টুমানি শহরে ১৫জন এবং কুরবিনে একজন নিহত হন।
আলবেনিয়ার দুর্যোগ কর্মকর্তারা জানান, অনেক লোক এখনো নিখোঁজ রয়েছেন ;তাই মৃতের সংখ্যা বাড়বে বলে অনুমান করা হচ্ছে। শত শত লোককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আলবেনিয়া সরকার উপদ্রুত শহরগুলিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। পার্শ্ববর্তী দেশ, কসোভো, ইতালি ও গ্রিস থেকে উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতায় নিয়োজিত হয়েছে।
সরকার তল্লাশি ও উদ্ধার তৎপরতা জোরদার করার নির্দেশ দিয়েছে।
আজকের বজার/লুৎফর রহমান