পুঁজিবাজারের তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের সহযোগী কোম্পানি কনফিডেন্স ব্যাটারি ও কনফিডেন্স ইলেক্ট্রিক আলাদা ব্যবসা করতে চায়। কোম্পানি আইন ১৯৯৪’র ২২৮ ও ২২৯ নম্বর ধারা অনুযায়ী এটি বাস্তবায়ন করতে চায় কোম্পানিটি।
ডিএসই সূত্রে পাওয়া তথ্য মতে, কনফিডেন্স সিমেন্টের সহযোগী একটি কোম্পানিকে আলাদা করে দুই ধরনের ব্যবসা করতে চায়। তার একটি কনফিডেন্স ইলেক্ট্রিক অন্যটি কনফিডেন্স ব্যাটারি। প্রতিষ্ঠান দুইটির ৪৯ শতাংশ শেয়ারের মালিক কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। কোম্পানি দুইটি আলাদা হলেও শেয়ার ধারণে কোনো পরিবর্তন হবে না।
সংশ্লিষ্ট রেগুলেটরি প্রতিষ্ঠানের অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
শেয়ারহোল্ডারদের ভালো ভবিষ্যতের কথা চিন্তা করে কোম্পানি দুইটি আলাদা করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা বোর্ড।
আজকের বাজার:এলকে/এলকে/ ৬ জুন ২০১৭