আলাবামায় আগুনে পুরে ৮ জনের মৃত্যু

আলাবামায় আগুনে পুরে এখন পর্যন্ত কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছে। এমন আগুন যা ছারখার করে দিয়েছে ৩৫ টির বেশি বোট

আগুন থেকে বাঁচতে অন্য সাতজন সাঁতার কেটে জ্যাকশন কাউন্টি পার্ক মারিনা থেকে কোনরকমে বেঁচে যান। র্বামিংহ্যাম থেকে ১০০ কিলোমিটার উত্তর দিকে টেনেস নদীর গান্তারসভিল লেকে এই সাতজন সাঁতরে চলে গিয়েছেন বলেই জানা গিয়েছে।

স্থানীয় এক বাসিন্দা যিনি প্রানে বাঁচলেও এই ঘটনায় তাঁর ভাইকে হারিয়েছেন বলে জানিয়েছেন, “এত জোরে হাওয়া ছিল যে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে যায়। আমাদের কিছু করার সময় ছিল না”। ঠাণ্ডা পানিতে তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে।

স্কটসবোরো দমকলের প্রধান জেনে নেকলস জানিয়েছেন, যে আটজন নিখোঁজ ছিলেন তাঁদের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে যেহেতু আমরা জানি না যে কতজন বোটে ছিলেন”।

মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যখন সবাই ঘুমে মগ্ন হয়ে পড়েছিলেন। কাঠের বোট এবং ৩৫ টি ভেসেল আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে।

সূর্যোদয়ের কইয়েক ঘন্টা পরেও ধোঁয়া বেড়তে দেখা যায়। বেশিরভাগ বোটই নষ্ট হইয়েছে। আগুন থেকে বাঁচতে পানিতে গীয়েও প্রাণ বাঁচানো যায়নি।

আজকের বাজার/লুৎফর রহমান