যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় আলাস্কা উপকূলে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সেখানে সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (US Geological Survey) জানিয়েছে, গ্রিনউইচ মান সময় মঙ্গলবার সকাল ৯টা ৩১ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল কোডিয়াকের ৩শ’ কিলোমিটার দক্ষিণপূর্বে। আর এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর (National Weather Service) জানিয়েছে, ভূমিকম্পের কারণে ক্যালিফোর্নিয়া, আলাস্কা, কানাডার ব্রিটিশ কলাম্বিয়াসহ সম্ভাব্য উপকূলীয় এলাকাগুলোয় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
সতর্ক বার্তায়, সুনামির আওতায় থাকা এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
আজকের বাজার: সালি / ২৩ জানুয়ারি ২০১৮