আলাস্কায় ৬.৩ মত্রার ভয়াবহ ভূমিকম্প। তবে ব্যাপক তীব্রতা থাকা সত্বেও বড় কোনও ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
মাটির ২৫.১ কিমি দূরে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল। জিয়োলজিক্যাল সার্ভে জানাচ্ছে, ভূমিকম্প শক্তিশালী হলেও সুনামির আশঙ্কা নেই। ফলে আপাতত স্বস্তিতে সেখানকার বাসিন্দারা।
তবে অস্বস্তির কাঁটা যে নেই, একথা জোর দিয়ে এখন বলা যাচ্ছে না। কারণ, আফটার শক হতেই পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আজকের বাজার/লুৎফর রহমান