আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ১৬শতাংশ

ওটিসি  মার্কেট থেকে মূল মার্কেটে ফিরে আসে আলিফ ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) আগের বছর থেকে ১৬ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০১৭ (জুলাই-সেপ্টেম্বর) সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ০.৬৫ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ০.৫৬ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.০৯ টাকা বা ১৬.০৭ শতাংশ। ৩০ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ২৪.৭৮ টাকা।

আজকের বাজার:এসএস/২৮ডিসেম্বর ২০১৭