আলিফ ইন্ডাস্ট্রিজের মুনাফা বেড়েছে ৫৭ শতাংশ

৯ মাসের (জুলাই,১৭ -মার্চ, ২০১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ সময়ে কোম্পানিটির মুনাফা বেড়েছে। এ সময়ে কোম্পানিটি ৯ কোটি ৩৫ লাখ টাকার কর পরবর্তী নিট মুনাফা হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, গত বছরের একই সময়ে এই মুনাফার পরিমাণ ছিল ৫ কোটি ৯৭ লাখ টাকার। সেই হিসাবে আলোচ্য সময়ে মুনাফা বেড়েছে ৩ কোটি ৩৮ লাখ টাকা বা ৫৬.৬১ শতাংশ।

রাসেল/