আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের রাইট শেয়ার বিওতে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের রাইট শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ রোববার সিডিবিএলের মাধ্যমে কোম্পানিটির রাইট শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

এর আগে গত ৩০ জানুয়ারী থেকে ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত কোম্পানিটির রাইট শেয়ারের জন্য আবেদন চলে।

বিএসইসির ৬২০ তম কমিশন সভায় আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটিকে ১:১ হারে অর্থৎ বিদ্যমান ১টি শেয়ারের বিপরীতে ১টি রাইটের জন্য অনুমোদন দিয়েছে।

১০ টাকা অভিহিত মূল্যে ১০ কোটি ৯৩ লাখ ৯৬ হাজার ৮৯৫টি শেয়ার ছেড়ে ১০৯ কোটি ৩৯ লাখ ৬৮ হাজার ৯৫০ টাকা বাজার থেকে সংগ্রহ করে।

এই টাকায় কোম্পানিটি বিএমআরই এবং সক্ষমতা বাড়ানোর শর্ত পরিপালন করবে।

৩১ মার্চ ২০১৭ অনুসারে কোম্পানিটির শেয়ার প্রতিটি সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৪৩ পয়সা। আর ১ জুলাই ২০১৬ থেকে ৩১ মার্চ ২০১৭ সময়কালে  শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩১ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট।

আরএম/