কিয়ারা আদভাণী ও সিদ্ধার্থ মালহোত্রা, একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। একথা এখন বি-টাউনে ওপেন সিক্রেট। যদিও একসময়ে আলিয়ার ভাটের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন সিদ্ধার্থ। তবে নিজেদের সম্পর্কের বিষয়ে সরাসরি কিছুই বলেননি কিয়ারা এবং সিদ্ধার্থ দু’জনেই। সম্প্রতি, ফিল্মফেয়ার ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারেও প্রেম নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। যদিও তিনি বিশেষ কিছু বলতে চাননি। তবে তার কথাতেই মিলেছে স্পষ্ট ইঙ্গিত। শেষ কবে ডেটে গিয়েছিলেন? একথা খোলসা করেছেন তিনি।
কিয়ারা বলেন, আমি এবছরই ডেটে গিয়েছিলাম। আর সেটা দু-মাসের জন্য। এবার অংকটা আপনারা নিজেরাই করে নিন। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতেই সিদ্ধার্থ মালহোত্রার বাড়ির সামনে একাধিকবার কিয়ারাকে দেখা গিয়েছে। করণ জোহরের বাড়ির পার্টিতেও তাদের একসঙ্গে ঢুকতে দেখা যায়। এবছরই শুরুর দিকে মালদ্বীপে ছুটি কাটাতেও গিয়েছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। তাদের একসঙ্গে মুম্বাই বিমানবন্দরে দেখা যায়। এমনকি দুজনের ইনস্টাগ্রামেই একই সময়ে মালদ্বীপে ছুটি কাটানোর ছবি উঠে আসে। যদিও দুজনের কেউই একে অপরের সঙ্গে ছবি পোস্ট করেননি। সূত্র-ডেইলি-বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান