বলিউডে জন্ম সূত্রেই তারকা আলিয়া ভাট। তবে সিনেমায় অভিনয় করেও নিজের যোগ্যতা প্রমাণ রেখেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
বৃহস্পতিবার, ১৫ মার্চ ছিলো আলিয়ার ২৫ তম জন্মদিন। শুভেচ্ছা জানিয়েছে ফ্যান, ফলোয়ার্স, বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা।
মেয়ের জন্মদিনে আলিয়ার মা সোনি রাজদান তুলে ধরলেন অন্যরকম এক তথ্য৷
মেয়ের নাম কেন আলিয়া রাখা হয়েছে তার গোপন রহস্য জানালেন সোনি রাজদান। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে আলিয়ার জন্য শুভকামনা জানিয়ে তিনি লিখেন, ২৫ বছর আগে এই দিনে আলিয়া জন্মেছিলে৷ তোমার নাম আমারই মস্তিষ্কপ্রসূত৷
এক পত্রিকায় ব্রিটিশ ইন্ডিয়ান মডেল আলিয়া নাইটলির নাম পড়েই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, যে তোমার নাম আলিয়া রাখব৷ বিষয়টিতে তোমার বাবাও সম্মতি জানান৷
আমি তখন জানতাম না যে আলিয়া নামের আসল মানে কি৷ যদিও তোমার জন্মের কিছু বছর পর জানলাম ওর নামের মানে মর্যাদাপূর্ণ৷ তোমার জন্মের এক মাস আগে তুমি আমার স্বপ্নে এসেছিলে এবং তোমার মুখ আমি স্পষ্ট দেখতে পাই৷
যাই হোক তুমি এখন ২৫ টা বছর পেরিয়েছো এবং তুমি তোমার জীবনে এরইমধ্যে প্রচুর সাফল্য পেয়েছো৷ ফলে তোমার নাম নির্বাচন এখন আমার কাছে সার্থক মনে হয়েছে৷ শুভ জন্মদিন আলিয়া৷ তুমি জীবনে অনেক সফল হও৷
আরএম/