আলীকদমে ভস্মীভূত ১৭ বসতঘর

বান্দরবানের আলীকদম উপজেলায় অগ্নিকাণ্ডে ১৭টি বসতঘর পুড়ে গেছে।

শুক্রবার (৮জুন) উপজেলা শহরের পশ্চিম বাজার পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে দমকল বাহিনী আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করতে পারেনি ।

স্থানীয়রা জানান, পশ্চিম বাজার পাড়ার একটি বাড়ির রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।

আগুন চারপাশে ছড়িয়ে পড়লে আরও ১৭টি বসতঘর পুড়ে যায়।

পরে লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আলীকদম সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জামাল উদ্দিন জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউনিয়ন পরিষদ থেকে সহযোগিতা করা হবে।

আজকের বাজার/এসএম