আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
গত বছরের ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মনোনয়ন প্রদান করেন।
দলের উপ-দফতর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যকে এ তথ্য জানানো হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে এবার আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়েছেন সাঈদ খোকন।
সাঈদ খোকনকে নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে কার্যনির্বাহী সদস্যের সংখ্যা ২৬ এ দাঁড়ালো। কার্যনির্বাহী কমিটির ৭৭ জনের নাম ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে।
২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে মেয়র নির্বাচিত হয়েছিলেন সাঈদ খোকন।
আজকের বাজার/লুৎফর রহমান