একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহকারীদের বুধবার সাক্ষাৎকার নেবে দলের সংসদীয় বোর্ড।
ওইদিন সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংসদীয় বোর্ড সভাপতি শেখ হাসিনা সাক্ষাৎকার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
এজন্য মনোনয়নপত্র সংগ্রহকারীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম দফা তফসিল ঘোষণার পরদিন শুক্রবার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ। এই মনোনয়ন সংগ্রহ ও জমা দেয়ার শেষ সময় রাখা হয়েছিল সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের পরও বিশেষ বিবেচনায় অনেকের মনোনয়পত্র জমা নেয়া হয়েছে।
এদিকে মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, এখন পর্যন্ত মোট চার হাজার ৩০০ আগ্রহী ব্যক্তি আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং প্রধানমন্ত্রী বুধবার তাদের দিকনির্দেশনা দেবেন।
‘পাশাপাশি, ১৫ নভেম্বরের পর সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। তারপর মনোনয়নের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে,’ যোগ করেন তিনি।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বিভিন্ন রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে সোমবার পুনরায় তফসিল ঘোষণা করেছেন। পুনঃতফসিল অনুযায়ী নির্বাচন ২৩ ডিসেম্বর থেকে পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করেছে কমিশন।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচন কমিশন আয়োজিত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন সিইসি।
পুনঃতফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার তারিখও ১৯ নভেম্বর থেকে পিছিয়ে ২৮ নভেম্বর করা হয়েছে। তথ্যসূত্র-ইউএনবি
আজকের বাজার/এমএইচ