আজকেরবাজার ডেস্ক : সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওর এলাকার সর্বশেষ পরিস্থিতি পরিদর্শনে বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রতিনিধি দল যাচ্ছেন। বুধবার বিকেল ৪টায় আওয়ামী লীগ এর ধানমন্ডির কার্যালয়ে সম্পাদকমন্ডলীর সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী।
বুধবার বিকেলের সেই সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানা যায়।
আজকের বাজার:সালি:এলকে: ১৯ এপ্রিল ২০১৭