বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি ‘পরিবারতন্ত্রের’ দিকে যাচ্ছে। একটা পরিবার থেকে দলের গুরুত্বপূর্ণ পদে ও বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, ‘এখানে শুধু একদলীয় নয়, এক ব্যক্তিও হয়ে যাচ্ছে, একটা পরিবার হয়ে যাচ্ছে। তারা আজকে পরিবারতন্ত্রের দিকে যাচ্ছে।’
বিএনপির এ নেতা আরো বলেন, ‘আপনি যদি তাকিয়ে দেখেন তাহলে দেখবেন আওয়ামী লীগের মনোনয়ন কাকে দেয়া হচ্ছে, সংগঠনগুলোর প্রধান কাদের করা হচ্ছে, তাহলেই আপনারা বুঝতে পারবেন তারা আজকে পরিবারতন্ত্রের দিকে যাচ্ছে।’
ফখরুল জাতীয় প্রেস ক্লাবের জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবীর মুরাদের স্মরণে জিয়া পরিষদ আয়োজিত নাগরিক স্মরণ সভায় এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাদের শিক্ষক হিসেবে সরকার নিয়োগ দিচ্ছে তাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নয় বরং রাজনৈতিক কারণে নিয়োগ দেয়া হচ্ছে।
বিএনপির এ নেতা বলেন, রাজনৈতিক কারণে সবচেয়ে নিম্নমানের লোকজন নিয়ে এসে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বানানো হচ্ছে। একইভাবে এখন বিচারক এবং বিসিএসে নিয়োগ দেয়া হয়। এভাবে সব প্রতিষ্ঠানে রাজনীতিকীকরণ করে ফেলা হচ্ছে।
দেশের উন্নয়ন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, অর্থনীতি খালি জাহাজের মতো হয়ে পড়েছে। বাইরে থেকে ঢোল বাজায় উন্নয়ন-উন্নয়ন কিন্তু ভেতর একদম ফাঁকা।
ফখরুল দেশের বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। ‘আমরা কোনো ছোট লড়াইয়ে নয়, একটি গুরুত্বপূর্ণ সংগ্রামের মধ্যে আছি। বর্তমান সরকারকে পরাস্ত করার লক্ষ্যে আমাদের সবাইকে অবশ্যই এতে অংশ নিতে হবে।’
ফখরুল বলেন, নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নতুন করে নির্বাচন করতে বর্তমান ‘সরকারকে’ বাধ্য করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ