দারাজ বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার ও নেপালেও অনলাইনে বিকিকিনি চালিয়ে আসছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয় ২০১২ সালে। এটি জার্মান কোম্পানি রকেট ইন্টারনেটের অঙ্গ প্রতিষ্ঠান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'এই চুক্তির ফলে আলীবাবার অভিজ্ঞ নেতৃত্বে প্রযুক্তি, অনলাইন কমার্স, মোবাইল পেমেন্ট এবং লজিস্টিকস দ্বারা লাভবান হবে দারাজ, যা নিশ্চিত করবে দক্ষিণ এশীয় এই পাঁচটি দেশের সফল উন্নতি ও অগ্রগতি।'
তবে ঠিক কি পরিমাণ অর্থের বিনিময়ে আলিবাবা দারাজকে কিনে নিয়েছে তা জানা যায়নি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দারাজ আলিবাবা ইকোসিস্টেমের অন্তর্ভুক্ত হলেও এর ব্র্যান্ড নামে কোনো পরিবর্তন আসবে।
দারাজের সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা বিয়ার্কে মিক্কেলসেনকে উদ্ধৃত করে বলা হয়, 'এই চুক্তির ফলে আলিবাবা পরিবারে জায়গা করে নিল দারাজ। ‘যেকোনো জায়গায় ব্যবসাকে সহজ করে তোলা’- এই কাজটি আমরা সফলভাবে করতে পেরে গর্বিত।
রাসেল/