নাটোরে আলুর মূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমা খাতুনের নেতৃত্বে শহরের প্রধান কাঁচাবাজার নিচাবাজারে অভিযান চালানো হয়।
এ সময় কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেয়া ৩০ টাকা কেজির চেয়ে বাড়তি মূল্যে আলু বিক্রির অভিযোগে ফজলুর রহমান নামে এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রত্যেক ব্যবসায়ীকে ৩০ টাকা কেজি দরে আলু বিক্রির নির্দেশ দেন। গত কয়েক দিন থেকে নাটোরের বিভিন্ন বাজারে প্রতি কেজি আলু ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বন্যার কারণে অন্যান্য সবজি ক্ষতগ্রস্ত হওয়ায় আলুর ওপর চাপ বাড়ার কারণে দাম বেড়ে গেছে বলে মনে করেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। আজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আলুর দাম নিয়ন্ত্রণে সরকার কাজ করছে।