ফ্রি ট্রান্সফারের সুবিধাকে কাজে লাগিয়ে তরুন গোলরক্ষক আলেক্সান্দার ন্যুবেলকে দলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যানুয়েল ন্যয়ারের সম্ভাব্য উত্তরসূরী হিসেবেই ন্যুবেলকে দলভূক্ত করা হয়েছে বলে ক্লাবের পক্ষ থেকে ঘোষনা দেয়া হয়েছে।
২৩ বছর বয়সী ন্যুবেল জার্মান অনুর্ধ্ব-২১ দলের হয়ে ১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। শালকের সাথে বর্তমান চুক্তি নবায়নে তিনি অস্বীকৃতি জানালে বায়ার্ন পাঁচ বছরের চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে। মৌসুমের শেষে তিনি জার্মান চ্যাম্পিয়নদের সাথে যোগ দিবেন।
২০১১ সালে ন্যয়ার শালকে থেকে বায়ার্নে যোগ দিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে অবশ্য ইনজুরির কারনে সময়টা খুব একটা ভাল যাচ্ছেনা এই তারকা গোলরক্ষকের। এবারের মৌসুমে ৩৩ বছর বয়সী ন্যয়ার ২৬টি ম্যাচে মূল একাদশে খেলেছেন এবং বায়ার্নের অধিনায়কের দায়িত্ব পালন করে যাচ্ছেন। গুঞ্জন রয়েছে দুই বছরের জন্য তিনি বায়ার্নের সাথে চুক্তি বৃদ্ধি করতে যাচ্ছেন।
ডিসেম্বরে ফ্রাংকফুর্টের মিডফিল্ডার মিয়াট গাসিনোভিচের বুকে লাথি মারর অপরাধে ন্যুবেলকে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়।
আজকের বাজার/লুৎফর রহমান