আলেজান্দ্রো মায়োরকাসকে হোমল্যান্ড সিকিউরিটি প্রধান হিসেবে অনুমোদন দিল মার্কিন সিনেট

Secretary of Homeland Security Alejandro Mayorkas looks on as President Joe Biden signs an executive order on immigration, in the Oval Office of the White House, Tuesday, Feb. 2, 2021, in Washington. (AP Photo/Evan Vucci)

মার্কিন সিনেট মঙ্গলবার কিউবান বংশোদ্ভূত আলেজান্দ্রো মায়োরকাসকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান হিসেবে অনুমোদন দিয়েছে।
এ অনুমোদনের ফলে প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন সংস্কার গতি পাবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
আলেজান্দ্রো প্রথম কোন ল্যাটিনো এবং প্রথম অভিবাসী যিনি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান হলেন।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিকে সহজ করার লক্ষ্যে দায়িত্ব নিয়েই বাইডেন তিনটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর মধ্যে উল্লেখযোগ্য মেক্সিকো সীমান্তে পিতামাতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া শিশুদের পুনরায় একএীকরণ।
নির্বাহী আদেশে স্বাক্ষরকালে বাইডেন বলেছেন, আমি নতুন কোন আইন করছি না। আমি খারাপ নীতি দূর করছি।
এসব অভিবাসন সংস্কারের অধিকাংশ মায়োরকাসের নেতৃত্বেই সম্পন্ন হবে। কিউবান শরণার্থীর সন্তান মায়োরকাসের নিয়োগ সিনেটের নিশ্চিত করার বিষয়টিকে ঐতিহাসিক বলেই মনে করা হচ্ছে।