আলেপ্পোর পূর্বাঞ্চল থেকে প্রায় ১০ হাজার বেসামরিক লোক সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন জেলা এবং কুর্দি নিয়ন্ত্রিত শেখ মাকসুদ এলাকায় পালিয়ে গেছেন।
ব্
রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস রোববার জানিয়েছে, ‘শনিবার রাত থেকে রোববার পর্যন্ত আলেপ্পোর পূর্বাঞ্চল থেকে প্রায় ১০ হাজার বেসামরিক লোক পালিয়ে গেছেন।’
তিনি আরো বলেন, এর মধ্যে অন্তত ৬ হাজার মানুষ শেখ মাকসুদে চলে গেছেন। বাকিরা আলেপ্পোর সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে আশ্রয় নিয়েছেন।
সরকারি বাহিনী সপ্তাহান্তে পূর্ব আলেপ্পোয় বিদ্রোহীদের দখলকৃত ৬টি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। সরকারি বাহিনী রোববার সিরিয়ার দ্বিতীয় নগরী পুনর্দখলে অভিযান জোরদার করলে বিপুল সংখ্যক লোক প্রাণভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছেন।
পূর্ব আলেপ্পোতে কয়েক মাস ধরে প্রায় ২ লাখ ৫০ হাজার অবরুদ্ধ লোক খাবার ও জ্বালানীর তীব্র সংকটের মধ্যে রয়েছেন।
সুত্র: বাসস