বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদের চিকিৎসায় আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে। চঞ্চল মাহমুদ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান দেশের ফ্যাশন আলোকচিত্রের অন্যতম পথিকৃত, চঞ্চল মাহমুদের চিকিৎসার জন্য তার সহধমির্ণীর কাছে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
জাতিরজনক বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ অনুসারী চঞ্চল মাহমুদ বঙ্গবন্ধুকে নৃশংসভাবেভাবে হত্যাকান্ডের পর থেকে প্রতিবাদস্বরূপ সব সময়ই কালো পোশাক পরিধান করতেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান