আলোচনার বিকল্প নেই: নানক

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে যৌক্তিক সমাধানে পৌঁছাতে সরকারের সঙ্গে আলোচনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, তাই সরকারের আলোচনার প্রস্তাব গ্রহণ করতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই।

আজ সোমবার দুপুরে ধানমন্ডি দলীয় সভাপাতির কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের কাছ থেকে আলোচনার জন্য আমরা কোনো সাড়া পাইনি। কোটা সংস্কারের যে দাবি উঠেছে তার জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, আমরা আশা করি আন্দোলনরত শিক্ষার্থীদের নেতৃবৃন্দ পর্যায়ের শিক্ষার্থীরা অবিলম্বে আলোচনায় বসবে। ওবায়দুল কাদেরের সঙ্গে আলোচনায় বসে শিক্ষার্থীরা ফিরে যাবে তার শিক্ষাকেন্দ্রে।

এস/