গত দুই বছরের মধ্যে এই প্রথম আলোচনায় বসেছে দুই কোরিয়া। শীতকালীন অলিম্পিক নিয়ে উত্তর ও দক্ষিণ কোরিয়ার উচ্চ পর্যায়ে চলছে এই আলোচনা। দুই দেশের সীমান্তবর্তী গ্রাম পানমুনজমের ‘পিস হাউসে’ দুই কোরিয়ার পাঁচজন করে প্রতিনিধি অংশ নিয়েছেন। আলোচনা শেষে দুই দেশের প্রতিনিধিদল গণমাধ্যমের সামনে এ বিষয়ে কথা বলবে বলে জানিয়েছে দেশ দুটোর গণমাধ্যম।
এই আলোচনায় আগামী ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণের বিষয়টি প্রাধান্য পাবে।
দক্ষিণ কোরিয়া বলছে, এই আলোচনার মধ্য দিয়ে দুই কোরিয়ার মধ্যে আন্তসম্পর্কের উন্নয়ন ঘটবে। ২০১৫ সালে আলোচনার পর থেকেই দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা ক্রমাগতভাবে বেড়ে চলেছে।
পারমাণবিক দ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার সঙ্গে যৌথ অর্থনৈতিক প্রকল্প বাতিল করে দক্ষিণ কোরিয়া। এ ঘটনার জের ধরেই সিউল ও পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্কে ভাঙ্গন ধরে। দক্ষিণ কোরিয়ার এমন আচরণের পর টেলিফোন লাইন কেটে দেয়াসহ সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় উত্তর কোরিয়া।
আজকের বাজার:এসএস/৯জানুয়ারি ২০১৮