চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফীর শারিরীক অবস্থার উন্নতি ঘটেছে।
বার্ধক্য জণিত নানা অসুস্থতায় ভুগতে থাকা ১০৩ বছর বয়সী আল্লামা শফীকে গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (২২ জুলাই) রাতে আল্লামা শফীর ছেলে মাওলানা আনাস মাদানী জানান, গত ২৪ ঘণ্টায় তার বাবার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তির পর নয় সদস্যের একটি মেডিক্যাল বোর্ড আল্লামা শফীকে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দেন। বর্তমানে তার শারিরীক অবস্থা আগের চেয়ে ভালো আছে। আল্লামা শফী ডায়াবেটিস, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজণিত নানা অসুস্থতায় ভুগছেন।