আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০১৬ সালে ২০% নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।শনিবার ৬ মে রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত ব্যাংকের ২২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন করা হয়। এর পুরোটাই নগদ। ৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ২ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে দাঁরিয়েছে ৩ টাকা ৭ পয়সা। আর শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৯ টাকা ৭২ পয়সা।
সভায় ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নীরিক্ষীত আর্থিক প্রতিবেদন, লাভ-লোকসানের হিসাব এবং পরিচালনা পরিষদের প্রতিবেদন অনুমোদন করা হয়।
ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ (লাবু) সভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন, গত বছরের তুলনায় আমানতের ক্ষেত্রে ১৭.৫৫ শতাংশ , বিনিয়োগের ক্ষেত্রে ২৯.৯৩ শতাংশ , আমদানির ক্ষেত্রে ১০.৯৬ শতাংশ এবং ১১.০৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।
তিনি আরো বলেন দেশব্যাপী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৮০ টি এজেন্ট ব্যাংকের আউটলেট রয়েছে যার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ব্যাংকিং এর আওতায় আনা গেছে।যার কারনে মোবাইল ব্যাংকিং এর মধ্যে দেশে ৩য় অবস্থানে আল-আরাফাহ ইসলামী ব্যাংক। আমরা ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সামাজিক দায়বদ্ধতায় কাজ করছি। বাংলাদেশ ব্যাংক আরো ৯ টি শাখা খোলার অনুমোদন দিয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংককে।
আব্দুস সামাদ (লাবু) বলেন, আমরা ব্যবসায় সম্প্রসারণ করার জন্য আরো সহকারী প্রতিষ্ঠান গড়ে তুলবো। ইতিমধ্যেই আমরা ঢাকার হাজারীবাগে ১ শ ২১ কাঠা জমি ক্রয় করেছি আল-আরাফাহ ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের জন্য।তাছাড়া ঢাকা এবং চট্টগ্রামে ২ টি কিডনি ডায়ালাইসিস হসপিটালের মাধ্যমে স্বাস্থ্য খাতে সেবা দিয়ে যাচ্ছি। এসময় তিনি বিভিন্ন খাতের তথ্য তুলে ধরেন এবং বলেন এই ধারা অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব এ এম সামসুল আলম, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ হাবিবুর রহমান এবং পর্ষদ সভার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম, পরিচালক বদিউর রহমান, হারুন অর-রশিদ খান, নাজমুল আহসান খালেদ, আব্দুল মালেক মোল্লা, হাফেজ মোঃ এনায়েত উল্লাহ, আহামেদুল হক, ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, মোঃ আনোয়ার হোসেন, মোহাম্মদ এমাদুর রহমান, শফিউল হায়দার চৌধুরী, আনোয়ার হোসেন, মোঃ লিয়াকত আলী চৌধুরী, সেলিম রহমান, শামসুল আলম, এবং উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ও কোম্পানি সচিব সহ শেয়ারহোল্ডারগন উপস্থিত ছিলেন।
সফলতার জন্য বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক, সকল রেগুলেটরি কর্তৃপক্ষ, শেয়ারহোল্ডার, কোটি গ্রাহক ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।
আজকের বাজার: জেডএইচ/আরআর/ ০৬ মে ২০১৭