আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রয় সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা ড. বাহাউদ্দিন মোহাম্মদ ইউসুফ পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।

ডিএসই সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী এই উদ্যোক্তা ২ লাখ শেয়ার বিক্রি করেছেন। বর্তমান বাজার দরেই তিনি এ শেয়ার বিক্রয় করেছেন।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৪১ দশমিক ৮৯ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ১৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ২ দশমিক ৭৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৯ দশমিক ১৭ শতাংশ শেয়ার রয়েছে।

আজকের বাজার : এলকে /এলকে ৬ জুন ২০১৭