প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার মার্কিন বাহিনী ইয়েমেনে আরব উপদ্বীপের আল কায়েদা প্রধানকে হত্যার কথা নিশ্চিত করেছেন।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে ট্রাম্প বলেন, মার্কিন বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানে আরব উপদ্বীপের আল কায়েদার (একিউএপি) প্রতিষ্ঠাতা ও প্রধান কাশেমী আল-রামীকে হত্যা করেছে।
একিউএপি রোববার গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের নৌঘাটিতে হামলার দায় স্বীকার করেছে।