আল-হাভিজা শহর দায়েশমুক্ত হওয়ার ঘোষণা ইরাকি বাহিনীর

ইরাকের পপ্যুলার মোবিলাইজেশন ইউনিটের কমান্ডার জানিয়েছেন, দেশটির কিরকুক প্রদেশের আল হাভিজা শহর উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের কবল থেকে পুরোপুরি মুক্ত করা হয়েছে।

৪ অক্টোবর বুধবার ইরানের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-আলম জানিয়েছে, পপ্যুলার মোবিলাইজেশন ইউনিটের বাহিনী আল হাভিজা শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে।

তারা এখন সন্ত্রাসীদের খোঁজে সেখানে ব্যাপক তল্লাসী চালাচ্ছে বলে জানানো হয় খবরে। আল-হাভিজা শহরকে দায়েশ মুক্ত করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি বুধবার ব্যাপক অভিযান শুরু করে।

এর আগে আল হাভিজা শহর থেকে দায়েশকে নির্মূল করার প্রথম পর্যায়ের অভিযানে ইরাকি সেনাবাহিনী সন্ত্রাসীদের কাছ থেকে বহু গ্রাম এবং এলাকা পুনরুদ্ধার করে।

এতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় সন্ত্রাসী গোষ্ঠীটি। ইরাকের সামরিক বাহিনী তেলসমৃদ্ধ কিরকুক প্রদেশের হাভিজা শহর দায়েশ মুক্ত করতে গত ২১ সেপ্টেম্বর থেকে অভিযান শুরু করে।

অভিযানে স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ শাবি সার্বিক সহযোগিতা দিয়েছে। বলা হচ্ছে- এ শহরটি এখন ইরাকে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের শেষ বড় ঘাঁটি।

সূত্র : পার্সটুডে

আজকের বাজার : এমএম / ৫ অক্টোবর ২০১৭