ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতা আলমগীরসহ ১৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার ভোরে আশুলিয়া থানার নবীনগর এলাকা থেকে গ্রেফতারকৃতরা হচ্ছ, আলমগীর (২৩), কবির হোসেন (৩৫), রিপন (২৪), রবিউল আউয়াল (৩৪), মো. জুয়েল (২১), সুমন (৩৪), মো. রাজু (২৬), আইয়ুব শেখ (৪৫), জুবায়ের (২৫), জাকির (৩৫), সোহেল (৪৩),রাজন (২৪), বিল্লাল হোসেন (৩৮), ও মো. আব্দুল মালেক শিকদার (৬৮)। তারা ঢাকা, মানিকগঞ্জ, নারায়নগঞ্জ ও বরিশাল জেলার বাসিন্দা বলে জানা গেছে। র্যাব-৪ এর (মিডিয়া) শাখার এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী বাসসকে জানান, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার আশুলিয়া থানার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে দু’টি পিকআপ, একটি রামদা, একটি হাসুয়া, একটি কুড়াল, একটি চাপাতি, একটি হাতুড়ী, ১৩টি মোবাইল, নগদ- ৩৮ হাজার ২০০ টাকা জব্দ করা হয়। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান