সাভারের আশুলিয়ার নয়ারহাট এলাকায় ১৫ জুলাই শনিবার গভীর রাত থেকে ঘিরে রাখা বাড়িতে থাকা তিন ব্যক্তি আত্মসমর্পণ করেছেন। আজ রোববার অভিযান চলাকালে দুপুর ১২টার দিকে ওই টিনশেড ঘর থেকে বেরিয়ে র্যাবের কাছে আত্মসমর্পণ করেন তারা।
আত্মসমর্পণকারী দুই ব্যক্তির বরাত দিয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ফেলটেন্যান্ট কর্নেল মুফতি মাহমুদ খান জানান, ওই বাড়িতে আরও দুই জন পুরুষ রয়েছেন। ওই বাড়িতে কোনো নারী ও শিশু নেই।
তিনি আরও জানান, গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে চৌরাবালি এলাকায় ইব্রাহীম নামে এক ব্যক্তির টিনশেড বাড়ি ঘিরে ফেলে র্যাব-৪ এর একটি দল। আজ সকালে সেখানে অভিযান শুরু হয়।
এর আগে আজ সকালে র্যাব-৪ অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) লুৎফুল কবীর জানিয়েছেন, টিনশেড ওই বাড়ির ভেতরে ‘জঙ্গি দলের’ একাধিক সদস্য রয়েছে বলে ধারণা করা হচ্ছে। র্যাব সদস্যদের ‘তাগুতির দল’ আখ্যায়িত করে গালিগালাজ করছে ‘জঙ্গিরা’।
তিনি আরও জানান, অভিযান শুরুর পরপরই ভেতরে থাকা র্যাব সদস্যদের লক্ষ্য করে কমপক্ষে ৫ রাউন্ড গুলি ছোড়ে ‘জঙ্গিরা’। এরপর আজ রোববার সকাল ৬টার দিকে ওই বাড়ি থেকে আবারও ৫-৭ রাউন্ড গুলি ছোড়া হয়। জবাবে র্যাব সদস্যরাও পাল্টা বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে।
লুৎফুল কবীর বলেন, সকাল থেকে কিছুক্ষণ পর পর হ্যান্ডমাইকে বাড়ির ভেতরে থাকা ‘জঙ্গিদের’ আত্মসম্পর্ণ করার জন্য বলা হচ্ছে। কিন্তু তারা এই আহ্বানে সাড়া না দিয়ে গুলি ছুঁড়েছে। তাই আমরাও গুলি ছুঁড়তে বাধ্য হয়েছি।
তিনি বলেন, বেশ কিছুদিন ধরে এই জঙ্গিদের অনুসন্ধান চালাচ্ছি। এরই ধারাবাহিকতায় এই আস্তানাটির বিষয়ে নিশ্চিত হওয়ার পর সেখানে অভিযান শুরু করেছি।
আশুলিয়া থানার ওসি আব্দুল আওয়াল বলেন, নিরাপত্তার স্বার্থে রাত ৩টা থেকে ‘জঙ্গিদের’ ওই আস্তানার আশপাশের বাড়িগুলোর বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করে র্যাব। অভিযানের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের একটি দল সেখানে গিয়েছে।
আজকের বাজার:এলকে/ এলকে/ ১৬ জুলাই ২০১৭