আশুলিয়ায় কারখানার বয়লার বিস্ফোরণে নারী শ্রমিক নিহত

সাভারের আশুলিয়ায় মঙ্গলবার সকালে গৌরিপুর ন্যাচারাল সোয়েটার ভিলেজ কারখানার বয়লার বিস্ফোরণে এক নারী শ্রমিক নিহত হয়েছেন সকাল ৮টার দিকে ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতের নাম রিমা খাতুন (২০)।

ফায়ার সার্ভিস ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, ওই পোশাক কারখানাটি নিয়ম না মেনে ঝুঁকিপূর্ণভাবে কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডার দিয়ে বয়লার চালাচ্ছিল। সকালে হঠাৎ করে গ্যাস হিটার মেশিনটি বিস্ফোরণ হলে কারখানার সামনে দিয়ে হেটে যাওয়া অন্তত ১০ জনের বেশি শ্রমিক আহত হন। এ সময় ঘটনাস্থলে নারী শ্রমিক রিমা নিহত হন।আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণে পুরো দোতলা ভবনটি ধসে পড়েছে বলে জানান ওসি। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান