সাভারের আশুলিয়ায় প্রিন্স গ্যাংয়ের সদস্যদের হাতে দুই কিশোরীর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা টাকার বিনিময়ে ধামাচাপা দেয়ার অভিযোগে শাহাদাত হোসেন নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় এখন পর্যন্ত চার আসামিকে আটক করা হয়েছে।
শাহাদাতকে আটকের বিষয়টি আশুলিয়া থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) ফজলুল হক রবিবার সন্ধ্যায় নিশ্চিত করেন। এর আগে দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
শাহাদাত আশুলিয়ায় নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন এবং ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে সংবাদ প্রচারের হুমকি দিয়ে টাকা হাতিয়ে নিতেন বলে জানিয়েছে পুলিশ।
ফজলুল হক জানান, গত ৩০ আগস্ট দুই কিশোরী ভাদাইল এলাকায় বেড়াতে গিয়ে কিশোর গ্যাং প্রিন্সের সদস্যদের হাতে ধর্ষিত হয়। এ ঘটনা ধামাচাপা দেয়ার কথা বলে গ্যাং প্রধান সারুফের বাবার কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন প্রতারক শাহাদাত। এর আগে শাহাদাতের সহযোগী ধর্ষণের ভিডিও চিত্রের স্ক্রিনশট দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন।
সেই ছবির সূত্র ধরে অভিযানে নামে পুলিশ। অভিযানে ভিডিও উদ্ধার ও গ্যাং প্রধান সারুফসহ তিনজনকে আটক করা হয়। পরে এ ঘটনায় এক ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে মামলা দায়ের করেন।
শাহাদাতকে সোমবার আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।