আশুলিয়ায় নবজাতকসহ ৩ জনের লাশ উদ্ধার

সাভারের আশুলিয়ার পৃথক স্থান থেকে সোমবার সকালে নবজাতকসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আশুলিয়ার নিরিবিলি, গাজিরচট ও পল্লীবিদ্যুৎ এলাকা থেকে উদ্ধার হওয়া মৃতদেহগুলোর নাম পরিচয় জানা যায়নি।

এব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানান, সকালে আশুলিয়ার নিরিবিলি এলাকার একটি বহুতল ভবন থেকে এক রড মিস্ত্রি মাটিতে পড়ে নিহত হন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। একই সময়ে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার একটি ড্রেন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়। এছাড়া গাজিরচট এলাকার একটি বাড়ি থেকে এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ।

ময়নাতদন্তের জন্য লাশগুলো রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওসি শেখ রিজাউল হক দিপু। এর আগে রবিবারও সাভার, আশুলিয়া ও ধামরাই থেকে তিনজনের লাশ উদ্ধার করেছিল পুলিশ। এসব ঘটনায় এলাকাবাসীর মধ্য আতঙ্ক দেখা গেছে।
সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান